টাঙ্গাইলে জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চেয়ারম্যান ফারুক স্মৃতি সংসদ।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় কয়েকজন আসামী গ্রেফতার হলেও তারা জামিনে ছাড়া পেয়ে নিহতের পরিবারের সদস্য ও মামলার বাদিকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযাগ করেছে ফারুকের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর সকালে শহরের বটতলা বাজারে সন্ত্রাসীরা তিনবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ফারুককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা