দিনাজপুর-বগুড়া মহাসড়কের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের পিকনিক বাসের সাথে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর বড় ব্রীজের পশ্চিম পার্শ্বের সড়কে ট্রাকের সাথে পিকনিক বাসের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শিউলী আক্তার (১৭), কেয়া আক্তার (১৩), হাসিনা খাতুন (১৫), আফরোজা আক্তার (১৪) ও সাথী আক্তার (১৫) পাঁচ শিক্ষার্থীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকীদের প্রাথমিক চিকৎসা দেয়া হয়।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধারসহ বাস ও ট্রাক রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন