উৎসবমুখর পরিবেশে দু’টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে দিনাজপুরের নবগঠিত বিরল পৌরসভা ও বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এদিকে, সকাল ৯টার সময় শংকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের সবুজার রহমান সিদ্দিক সাগর (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আজাদ মনির (বরশি) কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, উদয়ন রেসিডেনশিয়াল মডেল স্কুল ভোট কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর (হারমোনিয়াম) এর পোলিং এজেন্ট মামুনুর রহমানের ভোট অজ্ঞাত ব্যক্তি ভোট দিয়ে চলে যান। এ নিয়ে ওই কেন্দ্রে কিছু সময় গোলযোগ হয় বলে স্থানীয়রা জানায়।
মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ৩৫ জন ও নারী মেম্বার পদে ৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, ২০১১ সালে বিরল পৌরসভা গঠিত হলেও সীমানা জটিলতার কারণে এতো দিন নির্বাচন হয়নি। বিরল পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯ কেন্দ্রে ৮ হাজার ৯৯৮ জন ভোটার ছিলেন। বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়ন ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ হাজার ৯৩৫ জন ভোটার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন