বগুড়ায় নাগর নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটায় তিনজনকে এক মাস করে জেল দেয়া হয়েছে। অভিযুক্তরা হলেন কাহালু উপজেলার কালাই নাটাইপাড়া গ্রামের আতাউর রহমান (৩২), শিবগঞ্জ উপজেলার শৌওলা গ্রামের মিঠু (২৬) ও স্ক্যাপিশন মেশিনের চালক কাহালু উপজেলার নলডুবি গ্রামে হারেছ উদ্দিন (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। বগুড়ার কাহালু উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নলডুবি এলাকায় মাটিকাটার সময় তাদের আটক করে। এসময় স্ক্যাপিশন মেশিন (মাটি খননের যন্ত্র) ও দুইটি ট্রাক জব্দ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, নাগর নদী থেকে কিছু অসাধু ইট ভাটার মালিক ও বালু ব্যবসায়ী অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা