চাঁদার দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন এর ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত কয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনে স্মারকলিপি দেন নেতা-কর্মীরা। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের সময়সীমা বেঁধে দেন নেতারা। অন্যথায় যান চলাচল অবরোধ করার ঘোষণা দেন তারা।
মানববন্ধনের অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, প্যানেল মেয়র মোঃ আলমগীর হোসেন আলো, কাউন্সিলর তোফায়েল হোসেন চন্দন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন নাঈম, প্রচার সম্পাদক আঃ জলিল, পৌর শ্রমিকলীগ সভাপতি মোনায়েম তালুকদার, সহ-সভাপতি জামাল মাল, যুগ্ম সম্পাদক পলাশ তালুকদার, মটরবাইক শ্রমিকলীগ সভাপতি মোঃ ইমরান হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন শহরের মল্লিকপুর নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় ২৬ ডিসেম্বর নলছিটি থানায় মেসকাত ওরফে শুনু (২০), সুমন ওরফে কানপচা সুমন (৩২), রাকিব মল্লিক (২০), আসলাম হাওলাদার (২০), রাসেদ (২১) সহ অজ্ঞাত ৫/৬ জন করে একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন