মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং বাসষ্ট্যান্ডস্থ নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর যুব কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসসিম জেবিন বিনতে শেখ। সংগঠনের সভাপতি মো. নুর আলম আকন্দ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, গোলাম কিবরিয়া অভি, সংগঠনের সাধারণ সম্পাদক নাদির হোসেন মিঠু ও হাজী সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাড়াও মুক্তিযোদ্ধো নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার