দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২৪৩৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, স্বতন্ত্র শফিকুল আজাদ মনি (বরশি) পেয়েছেন ২৪২১ ভোট।
অপরদিকে, বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নর নির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মুকুল চন্দ্র রায় (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ৪৩৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান হিরা (ঘোড়া) পেয়েছেন ৩০২২ টি।
বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত। টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ মজিদুল ইসলাম ৯৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে কানাই চন্দ্র শর্মা পেয়েছেন ৫৮৭ ভোট। উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুর-ই-আলম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ ইদ্রিস আলীর মৃত্যু জনিত কারনে উক্ত ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন