রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ২২৮ ভোট। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্কাস আলী পেয়েছেন ১০ হাজার ৭০২ ভোট।
নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম ভোটের ফলাফল ঘোষণা করেন।
এক যুগ পর রাজশাহীর বাঘা পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়েছে। কথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে পৌর এলাকায় ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন