নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের কেএম জাকির হোসেন (নৌকা) একটি স্থগিত কেন্দ্র বাদেই তিন হাজার ৭৩৫ ভোটের ব্যবধানে মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন। দুই ইউপির একটিতে বিএনপি ও অপরটিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।
রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, পৌরসভার ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মহুয়া নুর কচি (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৯৫০ ভোট। নির্বাচনের একদিন আগে ১২ নম্বর আটুয়া ঈদগাহ মাঠ অস্থায়ী কেন্দ্র নিয়ে রিট করলে হাইকোর্ট সে ওয়ার্ডের কেন্দ্র তিন মাসের জন্য স্থগিত করায় এ ওয়ার্ডের নির্বাচন হয়নি। তবে নির্বাচনী বিধি মোতাবেক এ ওয়ার্ডের মোট ১৭৫৭ ভোটের চেয়ে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় স্থগিত কেন্দ্র ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, জোয়াড়ী ইউপি নির্বাচনে ১২ হাজার ২৬ ভোট পেয়ে আওয়ামীলীগের চাঁদ মাহমুদ (নৌকা) চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আকবর (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৭১ ভোট। মাঝগাঁও ইউপি নির্বাচনে বিএনপির প্রভাষক আব্দুল আলীম ৮ হাজার ২৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খোকন মোল্লা ৫ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার