কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নৈশকোচের যাত্রীরা।
কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়ছে। রাত ২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনার শঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে দুর্ভোগে পড়েছে কাঁঠালবাড়ী ঘাট ও মাঝ পদ্মায় আটকে পড়া গাড়ির যাত্রীরা। ঘাটে অর্ধশত যাত্রীবাহী পরিবহন ছাড়াও আটকে আছে দুই শতাধিক ট্রাক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর