হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাইক্রোবাসের চাপায় রুহেল মিয়া (২১) নামে এক যুবক নিহত ও আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর নতুন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে নতুন বাজার এলাকায় একটি মাইক্রোবাস চিচিরকোট থেকে মিরপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক ও যাত্রী রুহেলসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।
পরে আহতদের মধ্যে সাবেক সেনা সদস্য বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের সামছু মিয়া (৫০) ও চুনারুঘাট উপজেলার বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহিবুর রহমান দরবেশকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত স্বপনকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং অটোরিকশা চালক মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম