মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা যানবাহন ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এর ওপর নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যার পর নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১১টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম