কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টায় ফেরি সার্ভিস সচল হয়েছে। এর আগে ঘন কুয়াশার চাঁদরে নদীপথটি ঢাকা পরলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৩টি ফেরি। এছাড়া তীরের কাছাকাছি আরও ৩টি ফেরি নোঙ্গর করা ছিল। উভয় পাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক যান।
এসব তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, হঠাৎ পদ্মা অববাহিকায় কুয়াশা নেমে এলে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে। এতে যানজট হ্রাস পাচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম