টাঙ্গাইল জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে কেউ আহত না হলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। আজ বেলা ১২টার দিকে জেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মাঝে মতবিরোধ চলছিল। নবগঠিত কমিটির যে কোন প্রোগ্রাম প্রতিহত করার ঘোষণা দিয়েছিল পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় আজ এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্টরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/হিমেল