বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সাথে তার কোন সম্পর্ক নেই। অথচ সরকার তাকে শুধু অপমান ও হয়রানী করার জন্য মিথ্যা মামলা দিয়েছে। তাকে সকাল থেকে বিকেল পর্যন্ত কোর্টে বসে রাখা হচ্ছে। সেখানে খাবার ও পানির ব্যবস্থা নেই।
তিনি বলেন, চোখ কান খোলা রাখবেন। যখন যে নির্দেশ আসবে তা পালনের জন্য প্রস্তুত থাকবেন। খালেদা জিয়াকে যদি অপমান করা হয় তার প্রতিশোধ নিতে হবে। এতে জিতলে গাজী, মরলে শহীদ হব।
তিনি আজ শুক্রবার বগুড়া জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, রেজাউল করিম বাদশা, মীর শাহে আলম, আলী আজগর হেনা, ফজলুল বারী বেলাল, শ্রমিক দলের উপদেষ্টা মোশারফ হোসেন, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল ওয়াদুদ, সিপার আল বখতিয়ার, মেহেদী হাসান হিমু, দেলোয়ার হোসেন পশারী হিরু, মাসুদ রানা, প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন