সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘুড়ি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের মহা পরিচালক কবির বিন আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শাহজাহান মিদাবেনু, আমাদের সিরাজগঞ্জ ফেইসবুক পেজের এডমিন রেজওয়ান রাজু, মামুন বিশ্বাস, তানিম তুর্য্য প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন