মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় বন্যা আক্তার (২৬) নামে এক তরুণি মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর-শিবচর আঞ্চলকি সড়কে নসিমনের চাপায় তার মৃত্যু হয়।
নিহত বন্যা আক্তার রাজারচর মৌলভীকান্দি এলাকার মালেক বেপারীর মেয়ে। তিনি বাড়ির কাছের রাস্তা পার হবার সময় দুর্ঘটনার স্বীকার হন এবং ঘটনাস্থলইে তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি জাকরি হোসেন জানান, রাস্তা পার হতে গেলে একটি দ্রুত গতির নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/হিমেল