নাটোরের বড়াইগ্রামে ৯৪০ বোতল ফেনসিডিলসহ একটি মালবোঝাই ট্রাক জব্দ করেছে র্যাব-১। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব-১ এর সিনিয়র পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকটিকে (যশোর ট ১১-২৮০৯) রয়না ফিলিং স্টেশন এলাকায় থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে চালকের মাথার উপরে বিশেষ কায়দায় তৈরি ফলস ছাদের ভেতর থেকে ৯৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ট্রাকের চালক যশোরের বেনাপোলের ভবার বেড় গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে শাহ আলম (২৮) ও হেলপার একই গ্রামের মৃত জয়নাল হাসানের ছেলে বাবু (৩২) কে আটক করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন