সিলেটের কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৭০ জন আহত হন। এর মধ্যে ৫২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন