আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেন, নির্দোষ হলে মুক্তি পাবেন। এটা শুধুই আদালত বুঝবে। এতে সরকারের কোনো হাত নেই। তাই অহেতুক আন্দোলন করে লাভ নেই। এ নিয়ে মায়াকান্না করেও লাভ নেই।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দ্বিবার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। আর এ নিয়ে কোনো আন্দোলন করলে আওয়ামী লীগ মাঠে নেমে তা কঠোরভাবে প্রতিরোধ করবে।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম