সুনামগঞ্জে বিশাল শোডাউনের মাধ্যমে জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সোমবার বিকাল ৩টায় তার হাছননগরের বাসা থেকে প্রতিষ্ঠবার্ষিকীর একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম-পাড়া মহল্লা থেকে দলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
গণমিছিল শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘চার বছর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের পক্ষে কথা বলার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেছি। সংসদে এই এলাকার মানুষের উন্নয়ন ও দাবি আদায়ের পক্ষে কথা বলেছি। শত শত কোটি টাকা উন্নয়ন হয়েছে। সুরমা নদীতে আরও একটি সেতু নির্মাণসহ বড় বড় অনেকগুলোর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জাপার সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সমছু, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খোশনূর, রশিদ আহমদ, জাপা নেতা জসিম উদ্দিন লাল, জেলা যুবসংহতির আহ্বায়ক মনির উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান নূরুল হক, এরশাদ আহমদ, যুবসংহতি নেতা গোলাম হোসেন অভি, জাপা নেতা শওকত আলী, মমিন মিয়া, মহিম উদ্দিন মহিম, আব্দুল মন্নান, মহিনূর মিয়া, সাজ্জাদুর রহমান সাজু, জসিম উদ্দিন, সিরাজ মিয়া, শামমি আহমদ, চান মিয়া. মুর্শেদ হাবিলদার, তোরাব আলী, ফারুক মেনর প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন