পটুয়াখালীর কলাপাড়ায় টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলসহ চার দফা দাবী আদায়ে অনিদৃষ্টকালের কর্ম বিরতি পালন করছে। আজ সকাল থেকে উপজেলার ৩৫৬ জন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ করা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ শূণ্য পদে নিয়োগ প্রদান এবং শতকার দশ ভাগ পোষ্য কোটার দাবিতে কর্ম বিরতি পালন করছে। নতুন বছরের প্রথম দিনে তাদের এ কর্ম বিরতিতে ইপিআই কর্মসূচিতে পড়েছে স্থবিরতার প্রভাব।
অন্দোলনকারীরা জানান, সারা দেশের আন্দোলনকারীদের সাথে একাত্ত্বতা ঘোষণা করে আজ থেকে তাদের কর্ম বিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্ম বিরতি চালিয়ে যাবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার