গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৮ সেমিপাকা ঘর ও ৭ দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেট অথবা বিদ্যুৎ থেকে ওই গ্যাসে আগুন লেগে যায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন