নওগাঁয় ইয়াবাসহ মো. কাসেম মণ্ডল (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আজ তাকে আটক করা হয়। কাসেম মণ্ডল উপজেলার সাগরপুর গোয়ালাপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, উপজেলার সাগরপুর ১নং ওয়ার্ডের হাকিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলের মধ্যে তাকে জেলহাজতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার