দিনাজপুরে একতা আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একতা আন্তঃনগর ট্রেন থেকে ওই যুবকের লাশ (২৫) উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে পুলিশ। ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। অজ্ঞাত ওই যুবকের গলায় রশি দিয়ে ফাস ও হাত পা বাধা ছিল বলে পুলিশ জানায়।
ওই ট্রেনের গার্ড মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ট্রেনটি পার্বতীপুর স্টেশনে পৌছার পর ‘ঙ’ পাওয়ারকারের ৭৫১০ নম্বার কোচ ও শোভন ‘চ ’৭৩৪৬ নাম্বারের কোচের সংযোগ স্থলের ছাদের উপর এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি রেল পুলিশকে জানানো হলে ওই যুবকের লাশ উদ্ধার করে পার্বতীপুরে রেলওয়ে পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মো. মনিরুল ইসলাম জানান, ওই যুবককে গলায় রশি প্যাঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে সোয়টার ছিল। লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার