দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উল্টে পড়ায় সাতজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর-রংপুর সড়কের নির্মাণাধীন ক্যানেল ব্রিজের পাশে 'রাজশাহী ব-১৭১৪' বাসটি উল্টে যায়।
আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাসটি রংপুর থেকে পার্বতীপুর দিকে আসছিল। ব্রিজের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৮/ফারজানা