‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আরো ছিলেন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
সভা শেষে ক্যান্সার, কিডনী, যকৃত, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার একালীন অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন