সাতক্ষীরার কলারোয়ায় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, শিক্ষাবিদ এম এ ফারুক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসিন আলী, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি; বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। সকল দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে হবে, ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে তাদের সম্মানজনক জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল