অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে মর্যাদা রক্ষায় নারীদের এগিয়ে আসার লক্ষ্যে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নেত্রকোনায় দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স-এর উদ্যোগে আজ নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ওয়ার্কসপটির আয়োজন করে।
এসোসিয়েশনের নেত্রকোনার আহবায়ক নাজনীন সুলতানা সুইটির সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স-এর সভাপতি আল আহসান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব বিউটী সেলুন ওনার্স-এর সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা ইসলাম, অর্থ সম্পাদক রেজবিন সাথী প্রমুখ।
দিনব্যাপী ওয়ার্কসপে ব্রাইডাল মেক-আপের ডেমোনষ্ট্রেশন করে দেখানো ও স্কিনের উপর থিওরেটিক্যাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মর্যাদা রক্ষায় বিউটি সেলুন মালিকদের এসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার