নারী-পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে ‘জাতীয় সমাজসেবা দিবস’ উদ্যাপিত হয়েছে। আজ বাগেরহাট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর দিবসটি উদযাপনে এ অনুষ্ঠানের অয়োজন করে।
সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মামুন-উল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে বিভিন্ন প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার