ময়মনসিংহের ভালুকার সব সংবাদিক ও সংবাদ জগতের সাথে জড়িত সবাইকে কাঁদিয়ে চির দিনের জন্য বিদায় নিলেন ভালুকা পত্রিকা বিতানের মালিক মো. বাচ্চু মিয়া। পত্রিকা বাচ্চু নামে পরিচিত সদা হাস্যোজ্জ্বল ব্যাক্তিটি মঙ্গলবার ভোরে উপজেলার মেজরভিটাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, গুণগ্রাহীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাচ্চু মিয়া ভালুকার সর্বপ্রথম পত্রিকাসেবী হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত সকল পত্রিকার এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। তার জন্মস্থান গফরগাঁও থেকে ১০৮০ সালে ভালুকায় এসে পত্রিকার পাঠক তৈরি, ভালুকা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, সাংবাদিকতা পেশায় মানুষকে উৎসাহিত করা, বিভিন্ন পত্রিকায় সাংবাদিক নিয়োগে সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত থেকে নিজেকে সবার প্রিয় পাত্র হিসেবে মেলে ধরেছিলেন তিনি। মঙ্গলবার বাদ জোহর উপজেলা পরিষদ চত্বরে মরহুমের জানাজা নামাজে বক্তৃতা দিতে গিয়ে অনেক সাংবাদিক নেতা কান্নায় ভেঙে পড়েন। বাদ আসর জানাজা শেষে গফরগাঁও নিজ গ্রামে দাফন করা হয়।
বাচ্চু মিয়ার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন। সূর্যোদয়ের সাথে সাথেই হকারদের কাছে পত্রিকা তুলে দেওয়া আবস্থায় সবার প্রিয় বাচ্চু মিয়াকে আর দেখা যাবে না।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব