ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আয়োজিত সভা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে ওই সভার আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ছাত্রদল নেতা জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব।
ছাত্রদল নেতা গোলাম মো. রিফাত, জুয়েল রানা, আশিকুর রহমান অনি ও নাদিম পারভেজ অন্তু জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হতে থাকলে বিকাল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সভার কার্যক্রম বন্ধ করে দেয়। এতে সভাস্থলে আগত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আমরা শান্তিপূর্ণভাবে সভার কার্যক্রম পরিচালনা করছিলাম। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কার্যক্রমে পুলিশ বাধা প্রদান করে সভা বন্ধ করে দেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব বলেন, ছাত্রদল বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐতিহ্যবাহী সংগঠন। অতীতে রাজনীতিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা রেখেছে। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে পালন করা হচ্ছিল। কিন্তু পুলিশ বাহিনী সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) আবু বকর সিদ্দিক জানান, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকায় ওই রাজনৈতিক সভাটি বন্ধ করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব