বগুড়ায় গ্রেফতার হওয়া জেএমবির শুরা সদস্য, দক্ষিণাঞ্চলের প্রধান ও ভারতের মোস্ট-ওয়ান্টেড আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামলকে দ্বিতীয় দফায় ফের ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে আজ দুপুরে তাকে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় শুনানী শেষে আরও ৪ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আদেশ মঞ্জুর করেন।
এর আগে প্রথম দফায় তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কিন্তু অনেক তথ্য থাকলেও সে মুখ খুলছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সাথে তিনি জানান, জঙ্গি আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামল দুর্ধর্ষ জঙ্গি। নব্য জেএমবি’র সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে থাকলেও সে কিছুতেই মুখ খুলছে না। প্রথম দফায় শনিবার ৩ দিনের পুলিশ রিমান্ডে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। ফলে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত ৪ দিন রিমান্ড নেয়ার আদেশ দেন।
উল্লেখ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দফতরের গোয়েন্দা ইউনিট যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ফিরোজ বাদী হয়ে জঙ্গি সাঈদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার