হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদি গফফার মল্লিক (৭৫) শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন।
কয়েদি গফফার বরগুনার বেতাগী উপজেলার ভোরা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন গফফার। দ্রুত তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতেই তার মৃত্যু হয়। পরে মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গফফার একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম