কুষ্টিয়ার মিরপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ১১ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ এ দণ্ড দেন।
ইউএনও এসএম জামাল আহমেদ জানান, অশ্লীল নৃত্য প্রদর্শন করার দায়ে নবীছদ্দিন ও মহিরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড এবং বাকিদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল