সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন (৪২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখিপুর বাজার থেকে মটর সাইকলে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ির সামনে তিনি গুলিবিদ্ধ হন। আহত সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সাতক্ষীরার দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের শেখ আমজাদ হোসেন আমু।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত পৌনে ৯ টার দিকে পারুলিয়া বাজার থেকে ঔষধ কিনে মোটর সাইকেলযোগে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে সখিপুর স্কুল মোড়ে পৌছালে একটি প্রাইভেট কার থেকে তাকে থামার জন্য সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। এ সময় তিনি না থেমে বাড়ির দিকে এগুতে থাকা অবস্থায় সখিপুর প্রাইমারি স্কুলের সামনে পৌছালে প্রাইভেট কারে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলি তার পাজর ভেদ করে বেরিয়ে গেছে। পথচারী একজন স্কুল শিক্ষক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকায় পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক।
ঘটনার পর তাকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে জান পুলিশ সুপার সাজাদ্দুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহমেদ,সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক অধ্যপক আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহদাৎ হোসেন সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ জামিল জানান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে জরুরী ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজাদ্দুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও পাশের বাগান থেকে একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ মাহবুব-আব্দুল্লাহ সিফাত তাফসীর