আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় প্রতিপক্ষের গুলিতে প্রসিত বিকাশ সমর্থিত ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা প্রকাশ জুম্মা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার সুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘটনার পরপরই তাকে হাসপাতারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুপুর দেড়টায় এ রির্পোট লেখা পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব/হিমেল