সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডের শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়।
জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের হাতে স্মার্ট কার্ড বিতরণের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার রাশিদ মিয়া এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার রাশিদ মিয়া জানান, প্রত্যকের দশ আঙ্গুলের ছাপ ও চোখের মণির (আইরিশ) ছবি তোলার পর পরিচয় নিশ্চিত হলেই স্মার্ট কার্ড দেওয়া হবে। এসময় জমা দিতে হবে পুরাতন ভোটার আইডিকার্ড। ভোটারদের হাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে স্মার্টকার্ড তুলে দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছি।
এছাড়া ৪নং ওয়ার্ডের ১৪ হাজার ৪৩৫ জন নাগরিকের মধ্যে স্মার্ট কার্ড বিতরনের জন্য ৩টি ভাগে ভাগ করা হয়েছে বলে ওই নির্বাচন কর্মকর্তা জানান।
বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান