সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বৃদ্ধ কৃষক। মঙ্গলবার দুপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে কৃষক আজিজুলের লালশার শিকার হয় শিশুটি। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই পুলিশ তাকে আটক করে।
অভিযুক্ত আজিজুল (৬২) উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত জিয়াউদ্দীনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩(১)১৮) দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কলারোয়া থানাধীন খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানান, শ্লীলতাহানীর শিকার শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত আজিজুলকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৮/হিমেল