সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান (৩৫) রায়টা গ্রামের ইমান আলীর ছেলে ও জাহাঙ্গীর আলম(৪০) কুশোডাঙ্গা গ্রামের আছির উদ্দীনের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টুলাল দাস ও এসআই জাহাঙ্গীর আলম মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-১৮(১২)১৭) রয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৮/হিমেল