সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাত্রদাহ হয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর 'বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু'র স্থান পরিদর্শনের আগে রামগড় পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে পুরোদমে সেতুর কাজ শুরু করা হবে। বাংলাদেশ সীমান্তে যেসব সমস্য আছে তা বিজিবি ও স্থানীয় পৌরসভাকে সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। সেতু স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের শিল্প-বাণিজ্য ও পর্যটন শিল্পের পরিসর বিস্তৃত হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের তত্ত্বাবধানে হবে বলে জানান মন্ত্রী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা