নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম সারওয়ার (৩৮) পলাতক রয়েছে। আজ উপজেলার মুছাপুর ৫নং ওয়ার্ড ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহানা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে এবং ছোটধলী এলাকার গোলাপ মাওলার ছেলে গোলাম সারওয়ারের স্ত্রী।
অপরদিকে, নিহত শাহানা আক্তারের পরিবারের লোকজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গোলাম সারওয়ারের বসত-ঘর ভাঙচুর করেছে বলে জানা যায়। নিহতের ছেলে মো. সাইমুন জানান, ভোরে তার ‘মা’ শাহানা আক্তার ফজরের নামাজ শেষ করে মোনাজাত করার জন্য নামাজের বিছানায় বসে ছিলেন। এসময় হঠাৎ করে তার বাবা মাদকাসক্ত গোলাম সারওয়ার পিছন থেকে শাহানাকে গলাটিপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাইমুন আরো অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় ও যৌতুকের টাকার জন্য তার মাকে প্রায় সময় মারধর করত তার বাবা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার