বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় পুলিশ ফাঁড়ির অদূরে শরীফ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লক্ষাধিক টাকা চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জুয়েলারিটির মালিক মাহবুব শরীফ।
ওই রাতে চোর চক্র পাশের একটি দোকানে ঢুকে মাঝের দেয়াল ভেঙে ওই জুয়েলারিতে প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান।
শরীফ জুয়েলার্সের মালিক মাহাবুব শরীফ জানান, প্রতিদিনের মত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দোকানে তালা দিয়ে বাসায় যান তিনি। বুধবার সকালে দোকান খুলে দেখতে পান তার দোকানের এক পাশের দেয়াল ভাঙা এবং দোকানে কোনো স্বর্ণালংকার নেই। পরে তারা খোঁজ করে দেখেন পাশের সিয়াম ট্রেডার্স নামে হলুদ-মরিচের দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা ওই দোকানের মধ্যে প্রবেশ করে। পরে তারা দুই দোকানের মাঝের দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে প্রবেশ করে ৪০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
অপরদিকে, পাশের সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. জগলু জানান, তিনি মঙ্গলবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন তার দোকানের শাটারের তালা ভাঙা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে ওই দুই দোকানের সামনে আড়াআড়িভাবে একটি ট্রাক রাখা ছিল। যার কারণে ট্রাকের আড়ালে কি হয়েছে তা বোঝা যায়নি। দুর্বৃত্তরা ওই ট্রাক দিয়ে আড়াল করে জুয়েলারিতে চুরি করে ওই ট্রাকেই নিরাপদে পালিয়ে গেছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
এদিকে, ওই মার্কেট থেকে সামন্য দূরে নতুন বাজার পুলিশ ফাঁড়ি থাকলেও তারা কিছুই টের পায়নি বলে জানিয়েছেন।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, মালিকের দেয়া তথ্যানুযায়ী ওই জুয়েলারি থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ পরিদর্শক আতাউর।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম