নেত্রকোনায় সমাপ্ত হলো সাত দিনব্যাপী বিপুল শাহ’র ‘জলছবি’ নামক একক চিত্র প্রদর্শনী।
মিতালী সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে ৯ম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করে মিতালী সংঘের “স্মৃতি একাত্তর পাঠাগার”। গত ২৮ ডিসেম্বর থেকে বুধবার ৩ জানুয়ারি পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলে।
আয়োজক কমিটির আহ্বায়ক এটিএম রাজ্জাক জানান, এ পর্যন্ত প্রদর্শনীর ২১ টি চিত্রকর্ম বিক্রয় হয়েছে। এসকল বিক্রিত চিত্র’র মূল্য এসেছে আনুমানিক প্রায় ২ লাখ টাকা। পুরো টাকা মিতালী সংঘ পরিচালিত স্মৃতি একাত্তর পাঠাগারের তহবিলে জমা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন