নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা এবার বিপিএম-সেবা (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক পাচ্ছেন।
জঙ্গি, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকার পাশাপাশি মাঠ পর্যায়ের কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই পদকের জন্যে মনোনীত হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজে এসপি ইলিয়াছ শরীফকে এই পদক পরিয়ে দেবেন। এর আগে ২০১৫ সালে পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি পিপিএম-সেবা (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) অর্জন করেন, ২০০৭ ও ২০১২ সালে জাতিসংঘ শান্তিপদক লাভ করেন, ২০১১ ও ২০১৪ সালে আইজি ব্যাজ লাভ করেন।
মোঃ ইলিয়াছ শরীফ ২০০১ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরীতে যোগদান করেন। তিনি ২০১৪ সালের ২৩ মার্চ নোয়াখালীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন