ফুলবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ দিনাজপুরের ফুলবাড়ী কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে তার অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
ছাত্রলীগের ডাকা বিক্ষোভ ও মানববন্ধনে আওয়ামী লীগপন্থি শিক্ষক পরিষদের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে একাত্ততা প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কলেজ শাখার সভাতি তৌহিদুজ্জামান রাসেল, সাধরাণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কোরবান আলী, হল শাখার সভাপতি আব্দুল মতিন, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ প্রমুখ।
মানববন্ধনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের সাথে দূর ব্যবহার,ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়, পরিচয়পত্র প্রদানে গড়িমশি, বার বার তাগিদ দিয়েও মহিলা হোস্টেল ব্যবস্থা না রাখা-এসব কারণে কলেজের সকল ছাত্র-ছাত্রী অধ্যক্ষের অপসারণ চাই।
মানবন্ধন শেষে কলেজ শিক্ষক পরিষদের শিক্ষকসহ এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবিব ও সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেয়ার পর থেকে কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাশপাশি শিক্ষকদের সাথে অশালিন আচরণ ও কথায়-কথায় শিক্ষকদের শো-কোজ এবং বেতন কর্তনের হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, কলেজিটির অবকাঠামোগত সংকট রয়েছে। কলেজটির পুরাতন ভবনটিকে ছাত্র হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাত্রী হোস্টেলের জন্য কোন ভবন নির্মাণ হয়নি, এমন কি সরকারি কোন বরাদ্ধও আসেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার