বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরুল কায়েস ঝিনুক খানকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের কর্মীরা। আহত ওই সাংবাদিককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার রাতে ধুনট উপজেলার প্যারামাউন্ট স্কুলের পাশে তাকে একা পেয়ে মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তিনি পূর্ব ভরনশাহী গ্রামের মৃত নবাব খানের ছেলে ছাত্রদলকর্মী আরিফ খান ও তার ভাই রাব্বি খানকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে এই মারপিট করা হয়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক ইমরুল কায়েস ঝিনুকের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে ধুনট মডেল প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম প্রতিবাদ সভা ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার