সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক আবুল হাসনাত শিমুর হত্যাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যার ঘটনায় আজ পর্যন্ত কোন মামলাও হয়নি। পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে কোন ক্লু পাওয়া যায়নি।
সিলেট নগরীর কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, শিমু হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি। তিনি জানান, পুলিশ শিমু হত্যার ঘটনায় ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করে। কিন্তু তাতে কোন ক্লু পাওয়া যায়নি।
গত সোমবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে র্যালি বের করা হয়। র্যালির সামনে থাকা নিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে আবুল হাসনাত শিমুর বুকে ছুরিকাঘাত করা হয়। পরে ওসমানী হাসপাতালে মারা যান তিনি। গত মঙ্গলবার রাতে শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার