মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খান মো. নূরুল আমিনের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের জেলা সদর রোড প্রদক্ষিণ করে।
বিকাল সাড়ে ৫টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে 'এসো গান করি, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ি’ শীর্ষক একটি মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের মো. আলী হায়দার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল, হোসনে আরা বিউটি, কাউন্সিলর, টাঙ্গাইল পৌরসভা, নাজমুস সালেহীন, নির্বাহী পরিচালক, সেবক।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার ফিরোজ আহম্মেদ বাচ্চু, মো. আলী হায়দার রাসেল, ক্লোজআপ ওয়ান তারকা ফেরদৌসি রুমা, জিয়াদ সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রতন আহম্মেদ সিদ্দিকী ও শাম্মি আক্তার।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম