যশোরে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আজিজুর (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে শার্শা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজিজুর গাডাঙ্গা গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আজিজুর নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আজিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম